ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

ট্রাম্প ‘বিপজ্জনক’, হিলারি ‘নোংরা’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, অক্টোবর ২০, ২০১৬
ট্রাম্প ‘বিপজ্জনক’, হিলারি ‘নোংরা’

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘বিপজ্জনক’ ব্যক্তি বলে অভিহিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। এর জবাবে হিলারিকে ‘নোংরা’ নারী বলে শোধ নিয়েছেন ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায়) যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভাডা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ বিতর্কে হিলারি ও ট্রাম্প পরস্পর এভাবেই কাদা ছোড়াছুড়ি করেন।

হিলারি ক্লিনটন বলেন, বার্নি স্যান্ডার্স বলেছিলেন আমেরিকার ইতিহাসে প্রেসিডেন্ট প্রার্থীর পদে দাঁড়ানো খুবই বিপজ্জনক ব্যক্তির মধ্যে আপনি (ডোনাল্ড ট্রাম্প) অন্যতম। আমার মনে হয় তিনি ঠিকই বলেছেন।

এদিকে, কর ফাঁকির প্রসঙ্গ আসলে হিলারিকে ‘নোংরা নারী’ বলে অভিহিত করেন ট্রাম্প। এর আগের বিতর্কগুলোতে হিলারিকে ‘শয়তান’ বলেও মন্তব্য করেন রিপাবলিকান এই বিতর্কিত প্রার্থী।

আরও পড়ুন...

** করমর্দন ছাড়াই শেষ হলো তৃতীয় বিতর্ক 
** পুতিনের ‘পতুল’ বলায় রেগে আগুন ট্রাম্প
** করমর্দন ছাড়া শুরু তৃতীয় বিতর্কও, এগিয়ে চলছে
** হিলারি-ট্রাম্পের তৃতীয় বিতর্ক শুরু হয়েছে
** মঞ্চ প্রস্তুত: শিংয়ে শিংয়ে জমবে লড়াই

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
আরএইচএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।